Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কবরস্থান

রূপসা উপজেলা খুলনা জেলার উত্তর পূর্বে অবস্থিত । এর উত্তরে তেরখাদা, পূর্বে বাগেরহাট জেলার মোল্লাহাট ও ফকিরহাট, দক্ষিনে ফকিরহাট ও বটিয়াঘাটা, পশ্চিমে বটিয়াঘাটা ও খুলনা মেট্রো থানা  দ্বারা বেষ্ঠিত। উপজেলাটি প্রায় ২২.৪৫ এবং ২২.৫৪ উত্তর অক্ষাংশ এবং ৮৯.৩৩ ও ৮৯.৪৩ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। খুলনা সিটি করপোরেশন থেকে রূপসা উপজেলা সদরের দুরত্ব প্রায় ১০ কিলোমিটার। এ উপজেলার মোট আয়তন ১২০.২৫ বর্গ কিলোমিটার তম্মধ্যে নদী প্রায় যথাক্রমে ৬.৮ বর্গ কিলোমিটার জুড়ে আছে। রুপসা উপজেলার কবরস্থানের তালিকা নিম্নরুপ:

১. বীরশ্রেষ্ঠ রূহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লার সমাধি---পূর্ব রূপসা ঘাট ,খুলনা।

২.পূর্ব রূপসা ঘাট সরকারী কবরস্থান-----------------পূর্ব রূপসা,খুলনা।

৩. চন্দনশ্রী করব স্থান---------------------------শ্রীফলতলা,রূপসা,খুলনা।

৪.সেনেরবাজার কবরস্থান------------------------ আইচগাতী,রূপসা,খুলনা।

এছাড়াও বিভিন্ন পারিবারিক কবরস্থান রূপসা উপজেলায় বিদ্যমান।