Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
একটি বাড়ি একটি খামার প্রকল্পের ২য় কিস্তির সঞ্চয় সহায়তা ও ঋণ প্রাপ্তির লক্ষ্যে রেজুলেশন জমাদান
Details

একটি বাড়ি একটি খামার প্রকল্প

রূপসা, খুলনা।

বিজ্ঞপ্তি

এতদ্বারা একটি বাড়ি একটি খামার প্রকল্প, রূপসা, খুলনা এর পুরাতন ২০টি গ্রাম সংগঠনের সভাপতি ও ম্যানেজারকে জানানো যাচ্ছে যে, আপনাদের গ্রাম সংগঠনের সদস্যদের ব্যক্তিগত সঞ্চয় জমার বিপরীতে সরকার কর্তৃক ২য় দফার মোট ৭,২০,০০০.০০ টাকার তহবিল প্রদান করা হয়েছে। আর এ তহবিল সদস্যদের মাঝে বিতরণের লক্ষ্যে অনতি বিলম্বে অপনাদের সংগঠনের ৬০ জন সদস্যদের ব্যক্তিগত সঞ্চয় জসার হিসাব বিবরণী সংশ্লিষ্ঠ মাঠসংগঠকের সহায়তায় প্রস্তুতপূর্বক উপজেলা অফিসে জরুরীভিত্তিতে জমাদানের জন্য বলা হল/অনুরোধ করা হল। ব্যর্থতায় আপনাদের সংগঠনের সদস্যগণ এ সহায়তা থেকে বঞ্চিত হবে এবং তার সম্পূর্ণ দায় ভার আপনাদের উপর বর্তাবে । এছাড়া  আপনাদের ঋণ প্রপ্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও রেজুলেশন কপি অতি দ্রুত অত্র দপ্তরের উপজেলা সমন্বয়কারীর নিকট জমা দিতে বলা হল।

বিষয়টি অতিব জরুরী।

 

                                                                                                                                              মো: তাফজেল হোসেন

                                                                                                                                        উপজেলা পল্লী উন্নয়ন অফিসার

                                                                                                                                                  রূপসা, খুলনা।

 

অবগতির জন্য অনুলিপি:

১। উপ পরিচালক, বিআরডিবি ও জেলা সমন্বয়ক, এবাএখা, খুলনা।

২। উপজেলা নির্বাহী অফিসার, রূপসা, খুলনা।

৩। উপজেলা সমন্বয়কারী, এবাএখা, রূপসা, খুলনা।

৪। মাঠসংগঠক (সকল) , এবাএখা, রূপসা, খুলনা।

Attachments
Publish Date
12/05/2012