বাজেট প্রণয়ন পদ্ধতিঃ
অর্থ ও পরিকল্পনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সকল হস্তান্তরিত বিভাগের কাছে ২০২২-২৩ অর্থ বছরের জন্য বাজেট চাওয়া হয়। উপজেলা পরিষদের হস্তান্তরিত ১৭ টি বিভাগের কর্মকর্তাগণ স্থায়ী কমিটির অনুমোদনের প্রেক্ষ খসড়া বাজেট অর্থ সংক্রান্ত কমিটিতে প্রেরণ করবেন। সংশিস্নষ্ট স্থায়ী কমিটি হতে প্রাপ্ত খসড়া বাজেট অর্থ সংক্রান্ত কমিটি যাচাই বাছাই পূর্বক একত্রিত করে উপজেলা পরিষদের নিকট প্রেরণ করেন। এরপর উপজেলা পরিষদের খসড়া বাজেট সংক্রান্ত বিশেষ সভা ২০/৪/২২ ইং তারিখে অনুষ্ঠিত হয় এবং ঐ দিনই অনুমোদন দেয়া হয়। উক্ত খসড়া বাজেটের কপি জনসাধারণের মতামতের জন্য সংশিস্নষ্ট বিভাগ সমূহের নোটিশ বোর্ডে প্রদর্শন করা হয় এবং সংশিস্নষ্ট সকল সদস্যের নিকট প্রেরণ করা হয়। অতঃপর উক্ত কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে ২১/৪/২২ ইং তারিখে উন্মুক্ত বাজেট সভা করা হয় এবং সেখানে উপস্থিত পরিষদের সদস্য, সুশীল সমাজ, শিক্ষক সমাজ, এনজিও প্রতিনিধি এবং জনতা সম্মুখে পেশ করা হয়।
২০২২-২৩ অর্থ বৎসরের প্রস্তাবিত বাজেট
উপজেলা পরিষদ আইন ১৯৯৮ এর ধারা ৩৮ অনুযায়ী রূপসা উপজেলা পরিষদের ২০২২-২৩ অর্থ বৎসরের খসড়া বাজেট প্রণয়ন করা হয়। প্রণীত বাজেটের উপর জনসাধারণের মতামত গ্রহনের লক্ষ্যে গত ২১/৪/২২ তারিখে একটি মতবিনিময় সভা আয়োজন করা হয়। সভায় উপস্থিত গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং পরিষদের সদস্যদের পরামর্শ ও প্রস্তাবসমূহ বিবেচনায় নিয়ে প্রয়োজনী পরিবর্তন আনয়ন করে ঐ দিনেই পরিষদ সভায় উক্ত বাজেট পাস করা হয়।
৬.২ বাজেট সূচী
১। বাজেট সার সংক্ষেপ------------------------------------------- ফরম ক
২। অংশ-১------------------------------------------------------ রাজস্ব হিসাব ,প্রাপ্তি ,রাজস্ব অনুদান।
৩। অংশ-২----------------------------------------------------- উন্নয়ন হিসাব, উন্নয়ন অনুদান।
৪। রাজস্ব হিসাব------------------------প্রাপ্ত আয় ----------------ফরম খ।
৫। উপজেলা পরিষদের নিয়মিত কর্মচারীদের বিবরনী ---------------- ফরম গ।
৬। উপজেলার কোন বিশেষ প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার হতে প্রাপ্ত অর্থের বিবরনী ------- ফরম ঘ।
৭। অংশ-১----------------------------------------------------- রাজস্ব হিসাব, ব্যয়।
৮। অংশ -২ ----------------------------------------------------উন্নয়ন হিসাব, ব্যয়
৯। অংশ -২ ----------------------------------------------------উন্নয়ন হিসাব, প্রাপ্তি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস