Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক কর্মসূচী

উপজেলা নির্বাহী অফিসার এর মাসিক কর্মসূচীর মধ্যে সাধারণত যে সকল সভা অনুষ্ঠিত হয়,তা নিম্নরুপ: মাসিক সাধারণ সভা, আইনশৃঙ্খলা কমিটির সভা, আইসিটি কমিটির সভা, ইনোভেশন টিমের সভা, সার-বীজ কমিটির সভা, মহিলা বিষয়ক কমিটির সভা, মুক্তিযোদ্ধা বিষয়ক কমিটির সভা, প্রকল্প বাস্তবায়ন বিষয়ক কমিটির সভা, কৃষি ঋন কমিটির সভা, কর্ণধার কমিটির সভা, এনজিও কমিটির সভা, নারী-শিশু কমিটির সভা, মৎস বিষয়ক কমিটির  সভা। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন উল্লেখযোগ্য।

উপজেলা নির্বাহী অফিসারের মাসিক ভ্রমনসূচী/কর্মসূচী সংযুক্ত :