খুলনা জেলার রূপসা উপজেলা মৎস্য প্রক্রিয়াকরন কেন্দ্র হিসেবে বিখ্যাত। দেশের দক্ষিন পশ্চিম অঞ্চলের প্রধান রপ্তানি পন্য এ চিংড়ি রপ্তানি করনের ৯০% কাজ উপজেলাধীন রূপসা ঘাট এলাকায় সম্পাদিত হয়।তাই মৎস্য ব্যবসায় এ উপজেলার উল্লেখযোগ্য উপজীব্য। এছাড়া বিভাগীয় জেলা শহরের পাশের উপজেলা হ্ওয়ায় এখানকার জনগন বিভাগীয় জেলা শহরে অবস্থান পূর্বক বিভিন্নব্যবসা বানিজ্য পরিচালনা করে থাকে।
ব্যাংক সমূহ
১। বাংলাদেশ কৃষি ব্যাংক,কাজদিয়া শাখা ।
২। জনতা ব্যাংক,পূর্ব রূপসা ইষ্ট শাখা।
৩। সোনালী ব্যাংক,কাজদিয়া শাখা ।
৪। অগ্রনী ব্যাংক,কাজদিয়া শাখা ।
৫। গ্রামীন ব্যাংক,কাজদিয়া শাখা ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস