রুপসা উপজেলায় সাধারণত যে সকল সভা অনুষ্ঠিত হয়,তা নিম্নরুপ: মাসিক সাধারণ সভা, আইনশৃঙ্খলা কমিটির সভা, আইসিটি কমিটির সভা, ইনোভেশন টিমের সভা, সার-বীজ কমিটির সভা, মহিলা বিষয়ক কমিটির সভা, মুক্তিযোদ্ধা বিষয়ক কমিটির সভা, প্রকল্প বাস্তবায়ন বিষয়ক কমিটির সভা, কৃষি ঋন কমিটির সভা, কর্ণধার কমিটির সভা, এনজিও কমিটির সভা, নারী-শিশু কমিটির সভা, মৎস বিষয়ক কমিটির সভাসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মসুচি, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়ে থাকে। এই নোটিশ গুলো পেতে হলে হোম পেজের নোটিশ বোর্ড দেখু
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
রূপসা, খুলনা।
নোটিশ
রূপসা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা আগামী ২৭/০৭/২০১৪ খ্রিঃ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে নিম্ন স্বাক্ষরকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।
সংশি¬ষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
আলোচ্য বিষয়ঃ
ক) বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।
খ) আইন-শৃংখলা পরিস্থিতি সম্পর্কে আলোচনা ।
গ) বিবিধ ।
উপজেলা নির্বাহী অফিসার(অ:দা:)
রূপসা, খুলনা।
তারিখঃ ০২/০৭/২০১৪ খ্রিঃ
অনুলিপিঃ সদয় অবগতি / অবগতি ও কার্যার্থে প্রেরণ করা হলোঃ-
1. মাননীয় সংসদ সদস্য, ১০২- খুলনা-৪ ।
2. চেয়ারম্যান, উপজেলা পরিষদ ও উপদেষ্টা, উপজেলা আইন-শৃংখলা কমিটি, রূপসা, খুলনা।
3. ভাইস চেয়ারম্যান/মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ ও উপদেষ্টা, উপজেলা আইন-শৃংখলা কমিটি রূপসা, খুলনা।
4. উপজেলা.............................. কর্মকর্তা, রূপসা, খুলনা ।
5. ভারপ্রাপ্ত কর্মকর্তা, রূপসা থানা। তাকে স্পর্শকাতর মামলা সমূহের তালিকাসহ হাজির থাকার জন্য অনুরোধ করা হলো।
6. চেয়ারম্যান.............................. ইউ.পি(সকল), রূপসা, খুলনা।
7. জনাব ....................................................................., রূপসা, খুলনা।
উপজেলা নির্বাহী অফিসার
রূপসা, খুলনা।
ফোনঃ ০৪১-৮০০১০১
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস