রূপসা নামের উৎপত্তি: ভৈরব নদের সাথে রূপসা উপজেলা তথা খুলনার ইুতহাস ওতোপ্রতভাবে জড়িত। বস্তুত: ব্যবসা কেন্দ্র হিসাবে খুলনার যাত্রা ভৈরবকে কেন্দ্র করেই। ভৈরব দক্ষিনাঞ্চলের সবচেয়ে দীর্য়্য নদী। এক সময় ভয়ংকর মুর্তি ছিল এই নদীর। এভন সেই তান্ডব রূপস আর নেই। ভৈরবের উৎপত্তি এই রূপসায়। মালদহের মধ্যদিয়ে শ্রুতকীর্তি নদ যেখানে পদ্মায় পড়েছে তার উল্টো দিক থেকে ভৈরবের শুরু। কিছু দুর এসে জলঙ্গী নদীর সাথে মিশে পরে আবার মুক্ত হয়ে মেহেরপুর, দর্শনা, কোটচাঁদপুর ও যশোর হয়ে এসছে খুলনায়। সেনের বাজারকে বায়ে ফেলে ঘুরে গেছে পূর্বে। ওদিকে দক্ষিনের পশুর নদী খুলনার পূর্ব দিকের বিল পর্যন্ত বিস্তৃত। পশ্চিমে বিল পাবলা থেকে উল্লেখিত একটা খাল দক্ষিনে ময়ুর নদীতে (মৈয়ারগাঙ্গ) মিশে।
রুপসা উপজেলার এতিমখানার তালিকা নিম্নরুপ:
১. রূপসা দারুচ্ছুন্নাৎ দাখিল মাদ্রাসা ও এতিমখানা----------------------রুপসা উপজেলা সদর, খুলনা।
২. সামন্তসেনা দাখিল মাদ্রাস ও এতিমখানা---------------------------রূপসা, খুলনা।
৩.জোয়ার বাধাল মৈশাঘূনী এতিমখানা ও লিল্লাহ বোডিং-----------------শ্রীফলতলা, রূপসা,খুলনা।
৪. পাচানী দবির উদ্দিন মাদ্রাসা ও এতিমখানা---------------------------পাচানী, রূপসা, খুলনা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস