Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগলিক পরিচিতি

রূপসা উপজেলার পটভূমিঃ খুলনা জেলার রূপসা নদীর নাম অনুসারে রূপসা উপজেলার নাম করন করা হয়। আর এ উপজেলা স্থাপিত হয় ১৪ সেপ্টেম্বর ১৯৮৩ খ্রি:। এ উপজেলার আয়তন ১২০.১৫ বর্গ কিলোমিটার।রূপসা  উপজেলার অবস্থান উত্তর অক্ষাংশের ২২°৪৩ 'এবং ২২°৫২'এর মধ্যে ৮৯°৩৩' এবং ৮৯°৪১' দ্রাঘিমাংশের মধ্যে। এ উপজেলার উত্তরে তেরখাদা উপজেলা, দক্ষিনে বটিয়াঘাটা ও ফকিরহাট উপজেলা পূর্বে ফকিরহাট ও মোল্লার হাট উপজেলা, এবং পশ্চিমে খুলনা জেলা শহর এবং দিঘলীয়া উপজেলা অবস্থিত।

   রূপসা উপজেলা খুলনা জেলার উত্তর পূর্বে অবস্থিত । এর উত্তরে তেরখাদা, পূর্বে বাগেরহাট জেলার মোল্লাহাট ও ফকিরহাট, দক্ষিনে ফকিরহাট ও বটিয়াঘাটা, পশ্চিমে বটিয়াঘাটা ও খুলনা মেট্রো থানা  দ্বারা বেষ্ঠিত। উপজেলাটি প্রায় ২২.৪৫ এবং ২২.৫৪ উত্তর অক্ষাংশ এবং ৮৯.৩৩ ও ৮৯.৪৩ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। খুলনা সিটি করপোরেশন থেকে রূপসা উপজেলা সদরের দুরত্ব প্রায় ১০ কিলোমিটার। এ উপজেলার মোট আয়তন ১২০.২৫ বর্গ কিলোমিটার তম্মধ্যে নদী প্রায় যথাক্রমে ৬.৮ বর্গ কিলোমিটার জুড়ে আছে।