Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
উপজেলা পরিষদ চত্বর রূপসা, খান জাহান আলী সেতু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ব পুরুষের আদি ভিটা
বিস্তারিত

রূপচাঁদ সাহার কাটা খালটি আজ বিশাল রূপসা নদী। রূপসা নদীর ওপর সেতুটি হয়েছে বলে এটাকে লোকে বলে রূপসা সেতু। পোশাকি নাম খানজাহান আলী সেতু। সেতুর পশ্চিম প্রান্তের নদীর পাড়ে নগর জীবনে হাঁপিয়ে ওঠা মানুষ ভিড় জমায় প্রতিদিন। বিশেষ করে শুক্রবার জায়গাটি হয়ে ওঠে মানুষের মিলনমেলা। খুলনা শহর থেকে অটো রিকশা যোগে রূপসা ব্রিজে যাওয়া যায় এবং এই ব্রিজের জোসনাস্নাত সন্ধ্যার অপরূপ দৃশ্য মনোমুগ্ধকর।

বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য সংস্কৃতি তথা বাঙালী জাতীকে বিশ্বের কাছে উন্নীত করেই ক্ষান্ত হননি তিনি বস্ত্তত বাঙালী জাতী সত্তার প্রান পুরুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিতকরেছেন তার বহুদা বিস্তৃত প্রতিভায়। স্বাভাবিক কবিবরীন্দ্রনাথের পাশাপাশি ব্যক্তি মানুষ রবীন্দ্র নাথ কে সহজ সত্যে ধারন করতে হয়েছে তার পূর্ব পুরুষের উত্তরাধিকারকে। এই বংশজাত উত্তরাধিকারের ঐতিহাসিক ধারায় অবিচ্ছেদ্যভাবে, ভৌগলিক সীমার আবর্তে তিনি আবর্তিত না হয়েও, ভৌগলিক অবস্থানের ঐতিহাসিক পরিচয়কে অস্বিকার করতে পারেননি। আর তাই খুলনা জেলার রূপসা উপজেলার ৫ নং ঘাটভোগ ইউনিয়নের অধীন পিঠাভোগ গ্রাম রবীন্দ্রনাথের পিতৃকূলের ইতিহাসের সাথে অবিচ্ছিন্ন ভাবে জড়িত। রবীন্দ্রনাথের জীবন এবং বংশগত ধারা আলোচনা করতে গেলে এই পিঠাভোগ প্রাম এসে দাড়াই অপরিহার্য ভাবেযাকে অস্বিকার করার কোন যৌক্তিক হেতু নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের তথা ঠাকুর বংশের পূর্বপুরুষ পিঠাভোগ গ্রামের কুশারী বংশের বিচ্ছিন্ন একটি লতিকা ঠাকুর বংশের পূর্বপুরুষ---এ সত্য ঐতিহাসিক ভাবে বিস্তৃত।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬ তম জন্ম বার্ষিকীতে তার পিতৃপুরুষের ভিটা খুলনার রূপসা উপজেলা পিঠাভোগ গ্রাম ।