রুপসা,খুলনা
খুলনা শহর থেকে ইজিবাইক বা রিক্সায় খানজাহান আলী সেতু-তে যাওয়া যায়
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
রূপসা, খুলনা।
ফোন : ০৪১-৮০০১০১
মোবাইল : ০১৭৪৭-৬০৬০৬০
ই-মোইল- unorupsha@mopa.gov.bd
Fax- 041-800349
রূপচাঁদ সাহার কাটা খালটি আজ বিশাল রূপসা নদী। যা দেখে জীবনানন্দ দাশ মুগ্ধ হয়ে লিখেছিলেন ‘‘রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেড়া পালে ডিঙ্গা বায়; রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে ’’ সেই রূপসা নদীর ওপর একটি সেতু হয়েছে লোকে বলে রূপসা সেতু।
পোশাকি নাম খানজাহান আলী সেতু। সেতুর পশ্চিম প্রান্তের নদীর পাড়ে নগর জীবনে হাঁপিয়ে ওঠা মানুষ ভিড় জমায় প্রতিদিন। বিশেষ করে শুক্রবার জায়গাটি হয়ে ওঠে মানুষের মিলনমেলা।
Roopchand Saha cut canal is today a huge Rupsa river. Seeing Jainanand Das fascinated by what he wrote, "Maybe in a tired water of silver, maybe a young boy in a white trunk; The clouds are swirling in the dark. "There has been a bridge over Rupsa river that people say Rupsha bridge.
Clothing name Khan Jahan Ali Bridge. On the west end of the bridge, the people living in the city's river on the banks of the river every day in the crowd. Especially on the Friday the people became the Milan Mela.
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস